জানা-অজানা কিছু symbol এর শর্টকাট key

বিভিন্ন সময় বিভিন্ন ধরণের symbol এর ব্যবহার দেখে আমাদেরও এসব symbol ব্যবহার করতে ইচ্ছে করে। কিন্তু এধরণের symbol আমরা সাধারণত কম্পিউটারে সহজে খুঁজে পাইনা। তখন আফসোস হয়- ইস, যদি এগুলো কোথা থেকে লেখা যায় তা যদি জানতে পারতাম!

আর এজন্যই কিছু symbol এর আমাদের অজানা শর্টকাট key নিয়ে পোস্টটা দিলাম।

Alt+1= ☺

Alt+2= ☻

Alt+3= ♥

Alt+4= ♦

Alt+5= ♣

Alt+6= ♠

Alt+7= •

Alt+8= ◘

Alt+9= ○

 

Alt+4588= ∞

Alt+4599= ≍

Alt+8777= ≉

 

Alt+Ctrl+R= ®

Alt+Ctrl+C= ©

Alt+Ctrl+T= ™

 

Alt+11= ♂

Alt+12= ♀

Alt+13= ♪

Alt+14= ♫

Alt+15= ☼

Alt+16= ►

Alt+17= ◄

Alt+18= ↕

Alt+31= ▼

 

Alt+21= §

Alt+22= ▬

Alt+24= ↑

Alt+25= ↓

Alt+26= →

Alt+27= ←

Alt+28= ∟

Alt+29= ↔

 

Alt+171= ½

Alt+172= ¼

Alt+174= «

Alt+175= »

 

Alt+178= ▓

Alt+176= ░

 

Alt+951= η

Alt+956= μ

এরকম আরো অনেক শর্টকাট key আছে, আপনারা নিজেরাই নাম্বারের combination দিয়ে চেষ্টা করে দেখুন না...

[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]

 

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?

2 COMMENTS

  1. ল্যাপটপে নামপ্যাড থাকে না, সেক্ষেত্রে কি এসব শর্টকাট কাজ করে না?
    আমি সিম্বল দেওয়ার চেষ্টা করেও পারছি না দিতে 🙁

    • আসলে আমার ল্যাপটপে ন্যামপ্যাড আছে। তাই এই সমস্যার কথা আমার মাথায় আসেনি। আমি ন্যামপ্যাড ছাড়া অন্যভাবে চেষ্টা করে দেখেছি, কিন্তু কাজ হয়নি।আমার মনে হয়না ন্যামপ্যাড ছাড়া এই সিম্বলগুলো ইউজ করা যাবে। তবুও আমি চেষ্টা করে দেখব। যদি জানতে পারি, তাহলে সেটার উপায় অবশ্যই জানিয়ে দিব।