আমাদের দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক পিছিয়ে । বিজ্ঞান জানতে হবে,বুঝতে হবে । বিজ্ঞান ও নানা প্রযুক্তিকে জানার জন্যই গ্যালাক্টিকা ম্যাগাজিনটি। পুঁথিগত বিদ্যার বাইরে এসে সবার অলোচনার মাধ্যমে আমাদের দেশের বিজ্ঞান এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু ম্যাগাজিনটির। জানবো, বুঝবো, শিখবো এটিই হল সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন ম্যাগাজিনটির মূলমন্ত্র।
লক্ষ্য ও উদ্দেশ্য:
১. ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলা ।
২. বিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা ।
৩. ছাত্র-ছাত্রীদের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত করে তোলা ।
৪. পাঠ্যবইগুলোর নানান বিষয়ের সহজবোধ্য ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করা ।
৫. সর্বোপরি, সকল মানুষের জন্য বিজ্ঞান নিয়ে আলোচনার জন্য একটি ক্ষেত্র তৈরি করা ।