আমরা অনেক সময়ই একটি পিঁপড়াকে তার সামনের পিঁপড়াকে অনুসরণ করে চলতে দেখি। সাধারনত খাবার সন্ধানের জন্য তারা একই চলার পথ অনুসরণ করতে থাকে। পিঁপড়াদের সুনির্দিষ্ট পথ আছে এবং তারা সেই পথেই চলতে থাকে, সেটা যদি ঘুরে যেতে হয় তবুও তারা সামনের জনের অনুসরণ করে।
সৈনিক পিঁপড়া (army ant) নামের এক ধরনের পিপড়ার মধ্যে এক জটিল বৈশিষ্ট্য দেখা গেছে। এই পিঁপড়া সব সময় দলগতভাবে বসবাস করে। এবং কোন এক সময় শত্রুর আক্রমনে নামলে পিছ পা হয় না। আর যদি কখনো বৃত্তাকার পথে অতিক্রম করে তাহলেই বিপর্যয় দেখা দেয়। প্রত্যেকে তার আগের জনকে অনুসরণ করতে গিয়ে তারা বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং ক্লান্তি এসে যায় তবুও পথ চলা বন্ধ করে না। বৃত্ত পথে ঘুরতে ঘুরতে হাজার হাজার পিপড়া মারা যায়।
তথ্যসূত্র: বিজ্ঞান ও প্রযুক্তি
[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]