Win key শর্টকাটঃ
কি-বোর্ডের Windows key মূলত আমরা Program Menu Start করার জন্যই ব্যবহার করি। এই কাজটি করা ছাড়াও এই Windows key এর আরো কয়েকটি শর্টকাট মেনু আছে, যেগুলো আমাদের সময় বাঁচিয়ে অনেক কাজকেই সহজ করে দেয়।
১. Windows key + TAB :এর মাধ্যমে Open করা Active প্রোগ্রাম থেকে অন্যান্য Active প্রোগ্রামে switch করার জন্য 3-D view আকারে সব Active প্রোগ্রাম দেখা। যদিও switch করার কাজটা ALT + TAB দিয়েও আমরা দেখতে পারি, তবে সেক্ষেত্রে display তে অনেক ছোট আকারে প্র্রোগ্রামগুলো দেখা যায়।
২. Windows + L : শুধুমাত্র এই শর্টকাটের মাধ্যমে ইনস্ট্যান্ট উইন্ডোজ লক করে ফেলতে পারবেন যেকোন কাজের মাঝখানেই।
৩. Windows + E : নতুন করে My computer open করার জন্য শর্টকাট।
৪. Windows + D : যেকোন Windows থেকে desktop এ আসা এবং desktop থেকে সেই Windows এ যাওয়ার শর্টকাট।
৫. Windows + M : সকল open করা Windows কে minimize করার শর্টকাট। আবার
Windows + SHIFT + M : এর মাধ্যমে minimize করা Windows গুলোকে আগের অবস্থানে নিয়ে আসে।
৬. Windows + R : Run Command open করার শর্টকাট।
৭. Windows + F : Computer এ Search করার শর্টকাট।
৮. Windows + F1 : Windows Help File open করার শর্টকাট।
৯. Windows + U : Utility manager Open করার শর্টকাট।
Microsoft Word এর কিছু শর্টকাটঃ
আমরা সকলেই কোন না কোন কাজে Microsoft Word ব্যবহার করে থাকি। কাজ দ্রুত করার জন্য এর কিছু শর্টকাট key আছে। অনেক শর্টকাট-ই আমাদের জানা। যেমনঃ
কপি করার জন্য Ctrl+C , Paste করার জন্য Ctrl+V এ ধরণের আরো কিছু শর্টকাট আমরা সকলেই জানি। তবে কিছু বিশেষ ধরণের শর্টকাট আমাদের অনেকেরই অজানা। সেগুলোই দেয়ার চেষ্টা করলামঃ
1. Shift + Alt + D : Current date Insert করার জন্য।
2. Shift + Alt + T : Current time Insert করার জন্য।
3. Shift + F12 : ডকুমেন্ট Save করার জন্য
4. Ctrl + K : Link Insert করার জন্য।
5. Ctrl + Shift + L : Quickly create a bullet point.
6. Ctrl + / + c : cent sign (¢) ইনসার্ট করার জন্য
7. Alt + Ctrl + F2 : Open new document.
8. F12 : Save as.
9. Ctrl + Y : Redo the last action performed.
10. Ctrl + Alt + 1: Changes text to heading 1.
11. Ctrl + Alt + 2: Changes text to heading 2.
12. Ctrl + ' + <char> : যেমন: aএর ক্ষেত্রে Ctrl + ' +a দিলে á আসবে।
এরকম আরও অনেক শর্টকাট আছে কি-বোর্ডের, বিভিন্ন সফটওয়্যারের। সুযোগ পেলে সেগুলো আপনাদের জন্য দেয়ার চেষ্টা করব।
[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]