আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে আমাদের ম্যাগাজিনের প্রথম ছাপানো সংখ্যা। প্রথম সংখ্যা হিসেবে ম্যাগাজিনটি যতটা সম্ভব উন্নতমানের করা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সৌজন্য মূল্য ঠিক করা হয়েছে ৫০টাকা। যদিও ম্যাগাজিনটি উৎপাদন ব্যয় এর দ্বিগুণের কাছাকাছি। শুধুমাত্র স্পন্সর এবং এডের জন্য এই মূল্য দেয়া সম্ভব হচ্ছে। জানিনা পরের সংখ্যাগুলো পারবো কিনা। তবে এইটুকু বলতে পারি ম্যাগাজিনটি হাতে পেয়ে আপনাদের খারাপ লাগবেনা। 🙂
কেউ যদি আমাদের ম্যাগাজিনের হার্ড-কপি সংগ্রহ করতে চান তাহলে আমাদের জানাতে পারেন। এই পোস্টে মন্তব্য করে অথবা আমাদের মেইল করেও জানাতে পারেন।
আপনারা কেউ যদি আপনাদের স্কুলের লাইব্রেরী কিংবা এলাকার কোন লাইব্রেরীর জন্য ম্যাগাজিন চান তবে তা আমাদের কাছে মেইল করুন। এক্ষেত্রে সেই স্কুল কিংবা লাইব্রেরীর ঠিকানা এবং প্রধান শিক্ষক অথবা লাইব্রেরীর পরিচালকের মোবাইল নাম্বারও মেইল করতে হবে। আমরা চেষ্টা করবো বিনামূল্যে পাঠানোর। ধন্যবাদ আপনাদের।
মেইল করুন:
admin@bigganbangla.com
magazine.galactica@gmail.com