আমাদের পৃথিবী সৌরজগতের মাঝারি সাইজের একটি গ্রহ।এটির থেকে অনেক বড় গ্রহ ও যেমন সৌরজগতে আছে , তেমনি এঁর থেকে অনেক ছোট গ্রহ ও আছে।গ্রহের সঙ্গা অনুযায়ী সবচেয়ে ছোট গ্রহ হল বুধ।কিন্তু অন্য ভাবে বললে এঁর থেকেও অনেক ছোট গ্রহ আমাদের সৌরজগতেই আছে।তেমন এক গ্রহের কথা আজ বলব, যার নাম হাউমেইয়া।
হাউমেইয়া (ইংরেজি ভাষায়: Haumea; পূর্বে ২০০৩ ইএল৬১ নামে পরিচিত ছিল) কুইপার বেষ্টনীর(কুইপার বেষ্টনী সম্পর্কে জানতে আমার এই লেখাটি দেখতে পারেন) একটি বামন গ্রহ যার ভর প্লুটোর প্রায় এক তৃতীয়াংশ। বিশাল সাংঘর্ষিক পরিবারের সদস্য হিসেবে পরিচিত এই বস্তুটি আবিষ্কার করেছে স্পেনের José Luis Ortiz Moreno গ্রুপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক ই ব্রাউন গ্রুপ । মোরেনো গ্রুপ স্পেনের সিয়েরা নেভাদা অবজারভেটরিতে কাজ করার সময় আবিষ্কারটি করেছে আর ব্রাউন গ্রুপের আবিষ্কারটি সম্পন্ন হয়েছে ক্যালটেকে। এমপিসি মোরেনোর গ্রুপকে আবিষ্কারের কৃতিত্ব দিয়েছে। কারণ তারাই আগে ঘোষণা দিয়েছিল।
কিউবিওয়ানো তথা কাইপার বেষ্টনীস্থিত চিরায়ত বস্তগুলোর মধ্যে এই বস্তুটি বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কারণে স্বাতন্ত্র অর্জন করেছে। বৈশিষ্ট্যগুলো হল: দুইটি চাঁদ, অতি উচ্চ দ্রাঘন এবং পৃষ্ঠে কেলাসিত বরফ পানি থাকার কারণে সৃষ্ট অতিরিক্ত প্রতিফলন অনুপাত। অনেক আগের একটি সংঘর্ষের কারণে সৃষ্ট সাংঘর্ষিক পরিবারের সদস্যগুলোর মধ্যে একে সর্ববৃহৎ বলে ধরে নেয়া হয়েছে। এই সংঘর্ষের কারণেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলোর জন্ম হয়েছিল।
২০০৮ সালের ১৭ই সেপ্টেম্বর আইএইউ এই বস্তুকে সৌরজগতের পঞ্চম বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়। এর নতুন নাম রাখা হয় হাওয়াই দ্বীপপুঞ্জের পৌরাণিক কাহিনীতে বর্ণীত উর্বরতা ও সন্তান প্রসবের দেবী হাউমেইয়া-এর নামানুসারে। তথসহায়িকা : Wikipedia.
আমি অনেক ছোট থেকে জ্যোতির্বিদ্যা বিষয়ক বই পড়ি আর টিভিতে প্রোগ্রাম দেখি। যতদূর জানি, ইংরেজিতে 'কাইপার' বলে...বাংলায় এটাকে আপনারা কুইপার বানিয়ে দিলেন??
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ, ডিমপোচ ভাই।প্রথমেই আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে বিশদ জ্ঞান রাখেন।আসলে ভাই আমি আপনার মত সকল বিষয়ে এত জ্ঞান রাখি না।আর একটা কথাও বলতে ইচ্ছে হচ্ছে যে- আপনি মনে হয় জানেন ইংরেজিতে অ্যামেরিকান , ব্রিটিশ আর অস্ট্রেলীয় উচ্চারনের মধ্যেও অনেক পার্থক্য আছে।তাই কোন ইংরেজি শব্দকে বাংলায় লেখা হলে সেটা কিভাবে উচ্চারন করব, সেটা আমার মত বাঙ্গালিরা ভুল করতেই পারে।সবাই কি আপনার মত সব বিষয়ে পারদর্শী ??? আর আশা করব আপনি আমাদেরকে কিছু নির্ভুল লেখা উপহার দিবেন।যাতে আমার মত অধমরা কিছু হলেও শিখতে পারে।@ ডিমপোচ [[ sorry boss]] 🙁