সুরক্ষিত নয় নাসার কম্পিউটার সিস্টেম

মহাকাশ সম্পর্কিত বিভিন্ন হাই-টেক প্রযুক্তি নিয়ে কাজকর্ম করলেও নাসার অভ্যন্তরীণ কম্পিউটার সিস্টেম খুব একটা সুরক্ষিত নয়। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর নাসার কম্পিউটার সিস্টেমে বিভিন্ন হ্যাকাররা কমপক্ষে ১৩ বার আক্রমণ করেছিল। খবর ম্যাশএবল-এর।

এ ব্যাপারে নাসার ইন্সপেক্টর জেনারেল পল মার্টিন কংগ্রেসনাল টেস্টিমনিতে বলেছেন, ‘এসব আক্রমণ ছিল বিভিন্ন ধরনের। কেউ কেউ তাদের দক্ষতা পরীক্ষা করার জন্য নাসার সিস্টেম হ্যাক করেছেন। কেউ বা আবার দলবদ্ধভাবে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করেছেন।’ পল জানিয়েছেন, ‘এসব দলবদ্ধ হ্যাকারদের বিদেশি গোয়েন্দা সংস্থারা টাকা দিয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘এসব আক্রমণের ফলে নাসার হাজার হাজার কম্পিউটারে সমস্যার সৃষ্টি করেছে। এছাড়া আরও নানা ধরনের ক্ষতি মিলিয়ে হ্যাকিং-এর কারণে সংস্থাটির ক্ষতি হয়েছে প্রায় ৭ মিলিয়ন ডলারের।’

পল মার্টিন কিছু কিছু আক্রমণ সম্পর্কিত বিস্তারিত তথ্য কংগ্রেসকে দিয়েছেন বলে জানিয়েছে ম্যাশএবল।

সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?