আমরা অনেকেই মডেম ব্যাবহার করি ,তবে ভালো স্পীড পাইনা। অনেকে অনেক সফটওয়্যার ব্যাবহার করি,কিন্তু কোন ফলাফল পাইনা। তাই একবার এই মডেম,একবার ঐ মডেম ব্যাবহার করে বিরক্ত হয়ে যাই।
আবার অনেকে ব্রডব্যান্ড কানেকশন ব্যাবহার করি। কিন্তু ভালো স্পীড পাইনা, কিন্তু আর কোন গ্রাহক কে অসুবিধায় পড়তে হবে না।
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন
এরপর .exe ফাইল টি কে ডাবল ক্লিক করুন, এবার আপনার সামনে আসবে গ্লোবাল আইটি এর ব্যানার। এরপর এটি কে ডাবল ক্লিক করুন
এরপর আপনি যেই কানেকশন ব্যাবহার করুন সেটি কে চিহ্নিত করুন (ছবির মত)।এরপর
windows XP select করুন
এরপর Time to Alive এ default সেট করুন
apply changes এ ক্লিক করুন। ok করুন । PC রিষ্টার্ট দিন ।ব্যাস বেড়ে গেল আপনার মডেম স্পীড। ভালো লাগলে এই পেজ টি কে লাইক করবেন প্লীজ গ্লোবাল আইটি
অসাধারণ ভাইয়া। অনেক কাজে লাগবে। আমি নিজেই ডাউনলোড করতেছি। ভাইয়া এটি কি মোবাইল দিয়ে মডেম ব্যবহারেও কাজে লাগবে?
হা পারবা মোবাইল মডেম এ ।
বাহ, চমৎকার তো! স্লো মডেম এর স্পীড তাহলে বাড়াতে পারবো এখন.. অনেক ধন্যবাদ ভাইয়া 🙂
লিনাক্স এর জন্য কাজ করে যাচ্ছি যাতে লিনাক্স ইউজার রাও সুবিধা পায়।