ফেসবুকে মোবাইল বা পিসি থেকে,প্রোফাইল বা পেজ,কোড দিয়ে ট্যাগ করার পদ্ধতি।

মোবাইলে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে অন্যতম অসুবিধা হলো,মোবাইল দিয়ে কোনো ফ্রেন্ড বা পেজ ট্যাগ করা যায় না।কিন্তু অনেক সময় কিছু স্ট্যাটাসে ফ্রেন্ড বা পেজ ট্যাগ করতেই হয়।তখন পিসি ছাড়া কোডের মাধ্যমেই কেবল ট্যাগ করা সম্ভব।আর কোড দিয়ে পিসি + মোবাইল উভয় ক্ষেত্রে ট্যাগ করা যায় বলে,এই কোড দিয়ে ট্যাগ করার পদ্ধতিটি জেনে রাখা ভালো।

প্রযুক্তি র্বাতা পেজের অনেক সদস্য জানতে চেয়েছিলেন,কিভাবে পোষ্টের ভিতর কোনো ব্যক্তি বা পেজ কে ট্যাগ করি।যেমন “ প্রযুক্তি র্বাতা ” এই পেজের নামটা এখানে তার লিংক সহ নীল রং এ দেখা যাচ্ছে,এবং এখানে ক্লিক করলে সরাসরি প্রযুক্তি র্বাতা পেজে যাওয়া যায়।এই জিনিসটা করতে হলে প্রথমে আপনাকে যে প্রোফাইল বা পেজ ট্যাগ করতে চান তার আইডি নাম্বার বের করতে হবে।

আইডি নাম্বার প্রতিটি প্রোফাইল এবং পেজের আলাদা ।

এখন প্রোফাইলের ক্ষেত্রে অনেকে ইউজার নেম ব্যবহার করে।যেমন https://www.facebook.com/nsontextile

আবার অনেকের প্রোফাইলের লিংক থাকে আইডি নাম্বার যুক্ত।যেমন https://www.facebook.com/profile.php?id=12345678912345

এখানে id= এর পরের সংখ্যাগুলোই আইডি নাম্বার।

যাদের প্রোফাইলে আইডি নাম্বার সহ আছে,তাদের ক্ষেত্রে ঝামেলা কম।কিন্তু ইউজার নেম বা পেজের ক্ষেত্রে আইডি নাম্বার বের করতে হয়।

আইডি নাম্বার বের করতে হলে,প্রথমে আপনাকে নিচের লিংকের “ / ” চিহ্নের পর প্রোফাইল বা পেজের ইউজার নেম ব্রাউজারের এড্রেসবারে লিখে ঐ ঠিকানায় প্রবেশ করতে হবে।

https://graph.facebook.com/

যেমন প্রযুক্তি র্বাতা পেজের লিংক হল=www.facebook.com/projukti.bartaa

এখানে পেজের ইউজার নেম হল projukti.bartaa

এখন এই পেজের আইডি বের করতে হলে নিন্মরূপ একটি লিংক তৈরী করতে হবে।

https://graph.facebook.com/ projukti.bartaa

এখানে আপনারা চাইলে উপরের লিংকে ক্লিক করে প্রযুক্তি বার্তার আইডি নাম্বার দেখতে পারেন।

আপনার লিংকটি তৈরি করে তাতে প্রবেশ করলে,আপনি উপরে প্রদত্ত ছবির ন্যায় একটি পেজ দেখতে পাবেন।সেখান হতে লাল রং এ চিহ্নিত অংশ হতে আপনার পেজ বা প্রোফাইলের আইডি নাম্বার সংগ্রহ করতে হবে।

এছাড়া মোবাইল থেকে আপনি চাইলে কোনো বন্ধুর আইডি সংগ্রহ করতে পারেন।এই জন্য আপনাকে আপনার মোবাইল হতে আপনার বন্ধুর আইডিতে ঢুকে,তার মেসেজ অপসানে ক্লিক করতে হবে।

এই মেসেজে প্রবেশের পর আপনি মোবাইলের ব্রাউজার থেকে এই মেসেজের পেজের লিংকটা কপি করে নিতে হবে।এই লিংক এর মধ্যেই একটি ১৫ সংখ্যার আইডি নাম্বার আপনি পাবেন,যা আপনার ফ্রেন্ডের আইডি।

আইডি তো জানা হলো,এখন আসি কিভাবে ট্যাগ করতে হয়।

প্রযুক্তি র্বাতা পেজের আইডি হলো 188311784569485।এখন একে   @[188311784569485:] - এভাবে আপনি যদি কোনো পোষ্ট বা কমেন্টে লিখেন,তাহলে প্রযুক্তি র্বাতা পেজটি সেই পোষ্ট বা কমেন্টে ট্যাগ হয়ে যাবে।অর্থাৎ আপনাকে নিন্মরূপ জিনিসটি তৈরী করতে হবে।

@[ID NUMBER:]

ব্যাস,আপনার কাজ শেষ।এখন এই জিনিসটি কোথাও কপি করে রেখে দিন।অতঃপর কখনো কোনো পোষ্টে মোবাইল বা পিসি থেকে ট্যাগ করতে হলে,এই কোডটি সেই খানে পেষ্ট করুন।আপনার প্রোফাইল বা পেজ ট্যাগ হয়ে যাবে।

সবাই একবার নিজের প্রোফাইল বা পেজ কোড দিয়ে ট্যাগ করার চেষ্টা করুন।এই ট্রিকসটা আপনার এখন কাজে না লাগলেও,পরবর্তীতে কাজে আসবে।তাই এখন এই পোষ্টটি শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন,যাতে প্রয়োজনে পরে সহজেই কাজে লাগাতে পারেন।

মোবাইল বা পিসি থেকে শেয়ার করতে নিচের লিংক এ ক্লিক করুন।

http://on.fb.me/sfbvVC

আর পারলে আপনার প্রোফাইল থেকে প্রযুক্তি বার্তা পেজে আপনার বন্ধুদের আমন্ত্রন জানিয়ে @[188311784569485:] ,এই ট্যগ কোড দিয়ে প্রযুক্তি বার্তাকে ট্যাগ করে কোডের মাধ্যমে ট্যাগিং এর প্র্যকটিস করে নিন।আমরাও দেখে নেই,আমাদের পেজ সর্ম্পকে ফ্যনদের অভিমত। 🙂

*** এই পদ্ধতিতে গ্রুপের মধ্যে পেজ ট্যাগ করা যায় না।

 

[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]

 

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?