১.প্রথমে আপনার Facebook Account এর উপরে ডানদিকে DOWN-ARROW চিহ্নিত স্থানে Click করুন ।
২. এখান থেকে Account Settings এ Click করুন ।
৩. এরপর বাম দিকের Mobile option এ Click করুন ।
৪. তারপর Add a phone option এ Click করুন ।
৫. তারপর নতুন একটি sub window আসবে যেখানে আপনার Facebook এর password দিতে হবে । তারপর Confirm এ Click করতে হবে ।
৬. তারপর Country এবং Mobile carrier নামে দুটি option আসবে । এখানে Country option এ থাকবে Bangladesh এবং Mobile carrier option এ আপনি যে operator এর SIM use করেন সে operator select করতে হবে এবং Next এ Click করতে হবে ।
৭. এরপর আপনার Mobile থেকে F লিখে 32665 এ Send করতে হবে । এতে আপনার Mobile এ একটি code আসবে । When you receive a confirmation code, enter it here: এর পর ফাকা স্থানে এই code টি লিখতে হবে এবং Next এ Click করতে হবে । এতে আপনার Mobile Phone Facebook এ Add হয়ে গেল ।
এর ফলে আপনি এখন Facebook এর Notification, Message এগুলো আপনার Mobile এ Text Message হিসাবে আসবে ।