প্রজাপতির ডানা স্বচ্ছ
প্রজাপতির ডানা স্বচ্ছ।ভাবছেন কি করে সম্ভব? কারন প্রজাপতি হল রঙিন ও প্রানবন্ত এক পতঙ্গ।এদের পাখা মূলত chitin নামক এক প্রকারের প্রোটিন দ্বারা কয়েকটি স্তরে সজ্জিত।এই প্রোটিন টি পতঙ্গের exoskeleton তৈরি করে। স্তরগুলো এতটাই সুক্ষ যে এর মধ্য দিয়ে স্ব কিছু দেখা যায়। হাজার হাজার ক্ষুদ্র আঁশ স্তরগুলোকে আবৃত করে রাখে।প্রজাপতির আঁশগুলাতে বিভিন্ন রঙের আলো প্রতিফলিত হয় এবং আমরা নানান রঙের প্রজাপতি দেখি।
প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহন করে
প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহন করে। স্ত্রী প্রজাপতি ফুলের বিভিন্ন গাছে বসে এবং পা দিয়ে পাতার উপরে ঘষে। যার ফলে উদ্ভিত হতে রস নিসৃত হ্য।প্রজাপ্তির পায়ের পিছনে chemoreceptor নামক এহ প্রকার সংবেদী অঙ্গ থাকে যার মাধ্যমে এরা স্বাদ বুঝতে পারে।