প্রথমবারের মতো টুইটার এমন ভাষায় ইন্টারফেস তৈরি করলো যেগুলো লিখতে হয় ডান দিক থেকে বাম দিকে। অর্থাৎ, আরবি, ফার্সি, উর্দু এবং হিব্রু ভাষায় টুইটার চালু করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
সূত্র জানিয়েছে, প্রায় ১৩ হাজার স্বেচ্ছাসেবক টুইটারের বিভিন্ন পৃষ্ঠা, সাহায্যের পাতা এবং মেনু অপশনগুলো এসব ভাষায় অনুবাদ করার কাজে সাহায্য করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় ভাষাগুলো এখন টুইটারে চালু হওয়ায় সাধারণ মানুষও টুইটার ব্যবহার করতে পারবেন। এছাড়া তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে টুইট করার পাশাপাশি রাজনৈতিক নেতাদের প্রশ্ন করতেও টুইটার ব্যবহার করা যাবে।
সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম