প্রাণীদের মজার তথ্য

পৃথিবী বাস করে বিচিত্র সব প্রাণী। আপনাদের আগেই বলেছিলাম আজ রাতে নানান প্রাণী সম্পর্কে বিচিত্র কিন্তু মজার মজার সব তথ্য দিব। আসুন ২য় পর্ব শুরু করে দেয়া যাক:

১. অনেক প্রাণী শব্দ উৎপন্ন করতে পারে। আমরা মানুষও অনেক চিৎকার করতে পারি। কিন্তু সবচেয়ে জোরে এবং তীব্র শব্দ কোন প্রাণী করতে পারে জানেন? প্রাণীদের মাঝে নীলতিমির হুইসিলের শব্দ সবচেয়ে তীব্র, প্রায় ১৮৮ ডেসিবল।

২. মানুষতো দুচোখ বন্ধ করে ঘুমায়। আবার মাছ চোখ খোলা রেখে ঘুমায়। কিন্তু ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।

৩. আমরা নিজেদের আয়নায় দেখি। আয়নায় দেখতে আমাদের নিজেদের অনেক ভালো লাগে। কিন্তু কেমন হত যদি আয়নায় নিজেকে আমরা চিনতে না পারতাম? মজার ব্যাপার হল বানর নিজেকে আয়নায় চিনতে পারেনা। বেচারারা বোধহয় মাথা চুলকায় :p

৪. পাখিদের মাঝে উটপাখি সবচেয়ে বড়। এটি উড়তেও পারেনা। কিন্তু মজার ব্যাপার হল উটপাখির চোখ এর মস্তিষ্ক থেকে বড় হয়ে থাকে।

৫. জানেন কি ? চিতাবাঘ কিন্তু বাঘ কিংবা সিংহের মত গর্জন করেনা। এটি বিড়ালের মত ম্যাও ম্যাও শব্দ করে থাকে অনেকটা।

৬. হামিং বার্ড নিয়ে অনেক কিছু আমরা জানি। এটি অনেক ছোট। ওজন এক টাকার কয়েনের মত। কিন্তু এটা কি জানেন যে হামিং বার্ড কখনও হাটেনা। সত্যি বলতে তাদের পায়ের গঠন এত দুর্বল যে তারা হাটতে পারেনা।

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?