গ্যালাক্টিকা'র জানুয়ারী সংখ্যা

গ্যালাক্টিকা ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যা আগামী ১৫-ই জানুয়ারি প্রকাশিত হবে। ম্যাগাজিনটি ছাপানোও হবে। যারা যারা লিখা দিতে চান তাদের জানুয়ারির ৫ তারিখের মাঝে লিখা দিতে আহবান করা হল।

যে কেউ লেখা জমা দিতে পারবেন । লেখা যদি কোন সূত্র থেকে নেয়া হয়, তাহলে অবশ্যই সূত্র জানাতে হবে । সকল লেখাই হবে বিজ্ঞান বিষয়ক । বিজ্ঞানের যে কোন বিষয়ের উপর লেখা পাঠানো যাবে । কোন টিউটোরিয়ালও সাদরে গৃহীত হবে ।কম্পিউটার বিষয়ক লেখা এবং নানা টিপস এবং ট্রিকস এর উপরও লেখা আহবান করা হল । আগামী সংখ্যার জন্য লেখা অবশ্যই সেপ্টেম্বর মাসের মধ্যে পাঠাতে হবে । লেখকের পূর্ণ নাম ও ঠিকানা সহ লেখা জমা দেয়ার জন্য অনুরোধ করা হল ।

লেখা পাঠানোর ঠিকানা: admin@bigganbangla.com

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?

2 COMMENTS

    • কোন পোস্ট যদি ম্যাগাজিনে দেয়ার মত হয়, তাহলে আপনাকে জানানো হবে। তবে আপনি কোন লিখা ম্যাগাজিনে প্রকাশ করতে চাইলে সেটা মেইল করে পাঠালে ভালো হয়।