আমরা সকলেই জানি যে পৃথিবী ছাড়া এখনো অন্য কোন গ্রহে কোন বুদ্ধিমান প্রাণী তো দুরের কথা কোন প্রকার কোন প্রানের সন্ধানও এখনো মেলে নি।আর পৃথিবীর মধ্যে নিঃসন্দেহে সকল প্রাণীর থেকে বুদ্ধিমান প্রাণী হল মানুষ।কিন্তু তাই বলে এটা ভাবা যাবে না যে মানুষ সব দিক দিয়ে সকল প্রাণীর মধ্যে বেশী ক্ষমতার অধিকারি।বেশ কিছু ইন্দ্রিয়ের ব্যাবহারে অন্য অনেক প্রাণী মানুষের থেকে অনেক বেশী দক্ষ।যেমনঃ- কুকুর এর ঘ্রানশক্তি, বাজপাখির দৃষ্টিশক্তি, হরিনের শ্রবণশক্তি ইত্যাদি।এছাড়াও কিছু প্রাণী আছে যেগুলো বিশেষ ধরনের ক্ষমতা নিয়ে জন্মায়।যেমন বাদূর শব্দেতর তরঙ্গ ব্যবহার করে পথ চলতে পারে।আবার আমরা যেমন দৃশ্যমান আলো ছাড়া চোখে দেখি না, কিন্তু নিশাচর প্রণীরা অবলোহিত রশ্নিতেও ভালমত চোখে দেখে,যা কিনা মানুষের পক্ষে অসম্বব।
যাই হোক এবার প্রসঙ্গে আসি।আমরা সবাই জানি কুকুরের ঘ্রানশক্তি অত্যন্ত প্রবল।কিন্তু প্রশ্ন হল কুকুরের ঘ্রানশক্তি কেন মানুষের তুলনায় অত্যন্ত প্রবল হয়?বিজ্ঞানীরা পরিক্ষা করে দেখেছেন যে ঘ্রানশক্তির প্রখরতা সাধারনত মস্তিস্কের ঘ্রান কেন্দ্রের আকৃতির উপর নির্ভর করে।গবেষণায় দেখা গেছে যে কুকুরের মস্তিস্কের ঘ্রান কেন্দ্রের (olfectory lobe) আকার মানুষের মস্তিস্কের ঘ্রান কেন্দ্রের অপেক্ষা অনেক বড়।তাছাড়াও কুকুরের নাসিক্য গহব্বর মানুষের নাসিক্য গহব্বর অপেক্ষা অনেক বেশী সিক্ত হওয়ায় কুকুরের নাসিক্য গহব্বর মানুষের তুলনায় বেশি সংবেদনশীল।আর বেশী সংবেদনশীল মানেই এটি খুব কম তথ্য নিয়েও তা খুব ভাল ভাবে বিশ্লেষণ করতে পারে। আর এ কারনেই কুকুরের ঘ্রানশক্তি মানুষের তুলনায় অত্যন্ত প্রবল।
[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]