কিছু যুগান্তকারী আবিষ্কার ।

মানুষ কালজয়ী বুদ্ধিমান প্রাণী।আর তাইতো সে অন্য সকল বিশালাকার প্রাণীদের হারিয়ে আজ পৃথিবীর বুকে রাজত্ত করছে।তবে এটা অবশ্যই এমনি এমনি হয়নি।এর জন্য তাকে তার উদ্ভাবনী শক্তিকে খাটাতে হয়েছে।এখানে তেমনি কিছু যুগান্তকারী আবিষ্কার তুলে ধরা হল,যেগুলো মানব সভ্যতার অগ্রগতিকে ভীষণভাবে ত্বরান্বিত করেছিল।

প্রাণী-হাড় ও পাঁথরের অস্ত্রঃ প্রাচীনকালে মানুষ বন্য প্রাণীর থেকে বাচার জন্য ও শিকারের কাজে এগুলো ব্যবহার করত।এসকল অস্ত্রগুলর প্রথম আবিষ্কার হয় ৩০০০০০ বৎসর আগে।আধুনিক অস্ত্রের শুরু আসলে এগুলো থেকেই।

আগুনঃ এটির আবিষ্কার হয় মুলত ২০০০০০ বৎসর পূর্বে।আগুনের সাহায্যে মানুষ খাবার পোড়ানো ও বন্য প্রাণীদের ভয় দেখানর কাজটি করত।

চাকাঃ চাকা আবিষ্কার সভ্যতার জন্য অনেক বড় এক আশীর্বাদ সরুপ।এটি আবিস্কারের ফলে মানব সভ্যতায় গতি সঞ্চার হয়।চাকার আবিষ্কার হয় খ্রিষ্টপূর্ব ৩৫০০ বৎসর আগে।

চুম্বক কম্পাসঃ ৮৩ খ্রিষ্টাব্দে চীনারা সর্বপ্রথম এটির ব্যবহার শুরু করে।

রকেটঃ চীনারা প্রথম এটি আবিষ্কার করে ১২৩২ সালে।তবে রাশিয়া ও অ্যামেরিকা এঁর অনেক উন্নতি সাধন করে।

অণুবীক্ষণ যন্ত্রঃ এটি আবিষ্কার হয় প্রথমে ১৫৯০ সালে।এটি আসলে তখন আতসি কাচ ছাড়া অন্য কিছু  ছিল না।বর্তমানে অবশ্য এঁর অনেক উন্নতি হয়েছে।ইলেকট্রন অণুবীক্ষণ এঁর সাহায্যে এখন অনু-পরমানু, ডি এন এ , জিনের গঠন ও দেখা সম্ভব।

দুরবিক্ষনঃ প্রথমে ১৬০৮ সালে এঁর উদ্ভব।বর্তমানের বেতার দুরবিক্ষন এঁর ধারনা এঁর থেকেই পাওয়া।

বাষ্পীয় ইঞ্জিনঃ বলা হয় এঁর ফলেই শিল্প বিপ্লব সংগঠিত হয়।এটি প্রথম শুরু হয় ১৭৭৪ সালে।

ক্যামেরাঃ প্রথম কামেরার উদ্ভব ১৮২৪ সালের দিকে।

টেলিফোনঃ টেলিফোনের প্রথম সুচনা ১৮৭৬ সালে।এঁর ফলে যোগাযোগ বাবস্থার অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে।

এরোপ্লেনঃ ১৯১৩ সালে অলিভার ও উইলিভার রাইট এঁর অক্লান্ত পরিশ্রমের ফলে এটি আবিষ্কার হয়।

রেডিওঃ ১৯০৭ সালে এটি প্রথম আবিষ্কার হয়।এঁর উন্নতির ফলেই বর্তমান ডিস এন্টেনার ধারনা পাওয়া যায়।

টেলিভিশনঃ ১৯২৩ সালে সর্বপ্রথম আবিষ্কার হয়।

ইলেক্ট্রনিক কম্পিউটারঃ এঁর আবিষ্কার  ১৯৪০ সালে।বর্তমান আধুনিক প্রযুক্তির সকল কিছুর সুচনা মুলত  এখান থেকেই।

[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]

 

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?