এবারে 'স্পর্শ' যোগ হচ্ছে পাসওয়ার্ড ব্যবস্থায়

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকরা কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়াতে পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে ‘স্পর্শ’ প্রযুক্তি উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। গবেষকদের মতে, ব্যবহারকারীর আঙ্গুলের বিভিন্ন স্পর্শ পাসওয়ার্ড হিসেবে গ্রহণ করবে কম্পিউটার। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।

সম্প্রতি, টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে ‘ছবি পাসওয়ার্ড’ ব্যবস্থা আনছে বলে জানিয়েছে। এবারে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকরা টাচভিত্তিক ডিভাইসগুলোতে আঙ্গুলের স্পর্শ বা স্পর্শ করে বিভিন্ন বিভিন্ন চিহ্ন বা অঙ্গভঙ্গির করার ধরনটিকে পাসওয়ার্ড হিসেবে তৈরি করছেন।

গবেষকরা বলছেন, মানুষের সব আঙ্গুল সমান নয়। আর একেকজন আঙ্গুল ব্যবহার করে একেক রকম অঙ্গভঙ্গি করে। আর আঙ্গুলের ব্যবহারের গতিও একেক রকম। আঙ্গুল চালানোর এ পদ্ধতিকে বলে ‘ফ্লেয়ার’। আর এ ফ্লেয়ার পদ্ধতিটাকেই পাসওয়ার্ড হিসেবে কাজে লাগানো হবে।

তথ্য সূত্র: বিডিনিউজ২৪

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?

3 COMMENTS

  1. প্রযুক্তি কোথায় চলে গিয়েছে.. ভাবতেই অবাক লাগে! আরও কত কি যে দেখতে হবে ভবিষ্যতে! ধন্যবাদ শেয়ার করার জন্য.....

  2. আসলেই প্রযুক্তি আজ অনেক দূর চলে গিয়েছে। প্রযুক্তি আমাদের আরও কত কিছু দেবে তা হয়তবা আজ আমরা আজ কল্পনাও করতে পারছিনা।
    ধণ্যবাদ আবরার ও ইয়াছিন ভাই কে।