অ্যান্ট ক্রাশার গেইমটি প্রাণীজগতে বেশ জনপ্রিয়তা পেয়েছে! গিরগিটির পর এবারে ‘আফ্রিকান বুলফ্রগ’ ব্যাঙ এ গেমটি খেলেছে । ব্যাঙের গেইম খেলার ভিডিওটি ১৮ ডিসেম্বর ইউটিউবে ছাড়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪২ লাখ বার ভিডিওটি দেখা হয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
ভিডিও ক্লিপে দেখা গেছে, আফ্রিকান এ ব্যাঙটি গেইম খেলার সময় গিরগিটির চেয়েও বেশি বেপরোয়া হয়ে ছিলো। ডিজিটাল পিঁপড়াগুলোকে খাবার সময় গেইমটি শেষ হয়ে গেলে ব্যাঙ মোবাইল হ্যান্ডসেট ধরে থাকা ব্যক্তিটিকে কামড়েছে পর্যন্ত।
উল্লেখ্য, মোবাইল গেইম হিসেবে অ্যান্ট ক্রাশার গেমটি দেড় কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
এর আগে ৭ নভেম্বর এ গেইমটি খেলে এক টিকটিকি সে ভিডিওটি ৪৩ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
ব্যাঙের ভিডিও গেইম খেলার ভিডিওটির লিংক www.youtube.com/watch?v=WlEzvdlYRes
তথ্য সূত্র: বিডিনিউজ২৪