বিজ্ঞান লিখায় সবাইকে উদ্ভুদ্ধ করার জন্য আয়োজন করা হয় "আসুন সবাই লিখি" প্রতিযোগিতাটি। আমাদের সামর্থ্য না থাকার কারণে খুবই অল্প পরিমাণ পুরস্কার ঘোষণা করা হয়। তার পরেও আমরা যা সাড়া পেয়েছি তাতে আমরা সকলের নিকট কৃতজ্ঞ। বিজ্ঞান বাংলা আসলে আমাদের সখের বশে করা একটি প্রচেষ্টা। সবাই মিলে একসময় এটিকে অনেক উপরে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ৩টি ক্যাটেগরির ভিত্তিতে পুরস্কার প্রদান করা হচ্ছে।
প্রতিযোগিতায় ১ম ক্যাটেগরিতে সর্বোচ্চ সংখ্যক মৌলিক লেখা জমা দেয়ার জন্য "হিমাংশু কর"-কে বিজয়ী হিসেবে ঘোষণা করা হল। অভিনন্দন আপনাকে হিমাংশু কর। সর্বোচ্চ সংখ্যক মৌলিক লেখার দেয়ার জন্য আপনাকে ৫০০ টাকা পুরস্কার প্রদান করা হবে।
দ্বিতীয় ক্যাটেগরিতে, সর্বোচ্চ সংখ্যক পঠিত লেখার জন্য বিজয়ী নির্বাচিত হয়েছেন প্রযুক্তি বার্তা। এই ক্যাটেগরিতে ৩০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। তিনি মোবাইল ফোন কেনার কথা ভাবছেন? এই পোষ্টটির জন্য বিজয়ী হয়েছেন।
তৃতীয় ক্যাটেগরিটি, বিচারক ও কমেন্টের ভিত্তিতে নির্বাচিত সবচেয়ে ভালো লেখার জন্য। এই ক্যাটেগরিতে বিজয়ী নির্বাচিত হয়েছেন অরোরা। এই ক্যাটেগরিতে ২০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। তিনি তার অরোরা পোষ্টটির জন্য বিজয়ী হয়েছেন।
আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনারা সবাই পুরষ্কারের জন্য admin@bigganbangla.com – এ যোগাযোগ করুন।
☼ আসুন আমরা সবাই বিজ্ঞানের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি। নিজে জানলেই অপরকে জানানো সম্ভব। সবাই বিজ্ঞানকে জানুন, বুঝুন এবং শিখুন। নিজে জ্ঞান অর্জন করুন এবং সবার মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিন। সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।
অভিনন্দন বিজয়ীদেরকে .. 🙂 অনেক অনেক শুভেচ্ছা রইল ........
বিজ্ঞান-বাংলার যাত্রা শুরু হয়েছে, বেশীদিন হয়নি, তাই এর প্রচার তুলনামূলকভাবে কম।
তবু আমার মনে হয়, এই অল্প সময়ের ভেতর অনেক ভালো লেখা আমরা এখানে পেয়েছি। আমার লেখাটা কোনো ক্যাটাগরীতে পুরষ্কার পাবে, তা ভাবিনি। অপ্রত্যাশিতভাবে পুরষ্কার পেয়ে অনেক ভালো লাগছে 🙂