আসছে গুগল চশমা

 

 

‘এক্স ল্যাব’ নামের গুগল-এর গোপন ল্যাবে একটি সর্বাধুনিক প্রযুক্তির চশমা তৈরি করা হয়েছে বলেই গুজব ছড়িয়েছে। গুগল বিশেষজ্ঞ সেথ ওয়েনট্রাব এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি মেইল-এর।

সেথ ওয়েনট্রাব বলছেন, ‘গুগলের বিভিন্ন তথ্য এ ফাইটার- প্লেন স্টাইলের চশমার ডিসপ্লেতে দেখা যাবে। এ চশমায় বাটনও থাকবে।’

পাতলা কাঁচের তৈরি এ চশমা সাধারণ চশমার মতোই স্বচ্ছ হবে তবে যথেষ্ট স্টাইলিশ হবে বলেই জানা গেছে। এ কাঁচের সঙ্গে থাকবে কম্পিউটার ইন্টারফেস। চশমার ওপরের অংশে প্রয়োজনীয় তথ্য ডিসপ্লে হবে এবং চশমার সঙ্গে অ্যান্ডওয়েডচালিত স্মার্টফোনের সংযোগ থাকবে।

গুগলের চশমা তৈরির এ প্রকল্পকে বলা হচ্ছে ‘ওপেন সিক্রেট’।

সম্প্রতি গুগল-এর পক্ষ থেকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর গবেষক রিচার্ড ডুভাল-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো বলেই জানা গেছে। রিচার্ড ডুভাল মেমোরি গ্লাস বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

চশমায় ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণ।

তথসূত্র:  বিডিনিউজ২৪

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?