আজকে আলোচনা করব একটি অজানা ও অদৃশ্য গ্রহের অস্তিত্ব সম্পর্কে।এবং সবচে বেশি অবাক হবেন যে এটি আমাদের সৌরজগতেরই গ্রহ।যাই হোক আসল কথায় আসি, আমরা যদি সৌরজগতের বাইরে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই কিছু জমাটবদ্ধ আবর্জনার স্তর পেরিয়ে যেতে হবে।এই আবর্জনার স্তরটি অবস্থিত সৌরজগতের বাতিল গ্রহ (আগে ছিল এখন গ্রহের খাতা থেকে নাম কাটা ) প্লুটোর বাইরের দিকে।আপনি এখানে দেখতে পাবেন কিছু বিস্ময়কর জিনিস।প্লুটোর এই বাইরের দিকটি পেরিয়ে যাবার সময় আপনার চোখে পরবে বরফাস্তির্ন বিশাল পাহাড়ি এলাকা।মহাশূন্য থেকে ছিটকে আসা পাথর এখানে জমা হয়ে আছে।জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন দী কুইপার ক্লিফ।কিন্তু এতক্ষনে আপনার মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে কেন এমন হল???
এর একমাত্র জবাব হল সম্ভবত আমাদের চেনা জানার সম্পূর্ণ বাইরে একটি নবম গ্রহ।কি ভাবছেন আমি কিন্তু quaoar বা senda এর কথা বলছি না।কোন বিশাল বস্তু যা পৃথিবী , মঙ্গল বা আরও বড় কোন কিছু যা অত্র এলাকার একটা বিরাট অংশকে আবর্জনা মুক্ত রেখেছে।আর সকল আবর্জনাগুলোকে তার অভিকর্ষ বলের দ্বারা ঐ স্থানে জমা করে তৈরি করেছে "দী কুইপার ক্লিফ"।হিসাব নিকাস করে জানা গেছে কুইপার ক্লিফ এর কাছাকাছি কোন অঞ্ছলে এই গ্রহের থাকা উচিৎ।কলারেডর সাউথ-ওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউট এর গবেষক এলান স্টারন বলেন : planet-X এর অন্তিত্ত থাকা খুবই সম্ভব।কিন্তু এখনো পর্যন্ত নবম এই গ্রহের সন্ধান মেলেনি।
অবশ্য এর একটা যুক্তিসঙ্গত কারনও আছে।এই এলাকাটা এত বেশি দূরে যে এর কোন ভাল দৃশ্য ধারন করা আমাদের পক্ষে অনেক কঠিন।তাই ঐ এলাকা সম্পর্কে সঠিকভাবে কোন কিছু বলতে গেলে ওখানে যেতে হবে এবং এলাকাটা দৃষ্টির সীমার মধ্যে আনতে হবে।NASA এর "new horizon probe" উৎক্ষেপণ করা হয়েছিল ২০০৬ সালের জানুয়ারি মাসে।এটা যাবে প্লুটো এবং কুইপার বেল্ট এর দিকেই।কিন্তু ২০১৫ সালের আগে এটা প্লুটোর ধারের কাছেও পৌঁছাবে না।আর কুইপার বেল্ট অতিক্রম করে ঐ রহস্যময় গ্রহের কাছাকাছি পৌছাতে এই মহাকাশযানের লাগবে ২০১৭ সাল পর্যন্ত।তার মানে আপনি যদি কুইপার ক্লিফ সম্পর্কে ভালমত জানতে চান তাহলে আপনাকে কমপক্ষে আরও ৬-৭ বৎসর অপেক্ষা করতেই হবে।কিন্তু কে জানে যদি পাওয়াও যায় এই নবম গ্রহ, তার অবস্থা ত আবার প্লুটোর মত হবেনা??? কেমন লাগল জানাবেন কিন্তু ...
[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]
[...] বেষ্টনী সম্পর্কে জানতে আমার এই লেখাটি দেখতে পারেন) একটি বামন গ্রহ যার ভর [...]