রোবট টিচার!!!

শিক্ষক এবং শিক্ষকতা দুটিই অনেক গুরুত্ব পূর্ণ।  একজন শিক্ষক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মত গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। আর এই শিক্ষাদান এবং শিক্ষকে আসতে পারে ব্যাপক পরাবর্তন।  আর তার প্রমাণ পাওয়া গেল দুবাই এডুকেশন শো’তে।

এডুকেশন শো’তে তৈরী করা হয়েছে রোবট শিক্ষক। ইতিমধ্যেই সারাবিশ্বে শিক্ষকের সহকারী হিসেবে রোবটের ব্যবহার দেখা গেছে। দুবাইয়ের শো’তে গালফ এডুকেশনাল সাপ্লাইজ অ্যান্ড সলুশনস নামক কোম্পানি প্রদর্শন করেছে তাদের রোবট শিক্ষক। ওই রোবটের একটি দক্ষিণ কোরিয়ার ৩০টির বেশি স্কুলে ইংরেজি বিষয় পড়িয়েছে। যে ছাত্রদের মুখ চিনে রাখতে পারে। নাম মনে রাখতে পারে। এবং কেউ ভুল উত্তর করলে তা শুধরে সঠিক করে দিতে পারে। ডিমের আকৃতির এসব রোবট শিক্ষক অনেক দূরে অবস্থান করেও প্রকৃত শিক্ষকের দ্বিগুণ দায়িত্ব পালন করতে সক্ষম। আপাতত স্মার্ট ফোন ব্যবহার করে এসব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। শিগগিরই স্কুল রোবট তার কাজ শুরু করবে বলে জানান শারজা ভিত্তিক একটি টেকনোলজি কোম্পানির প্রডাক্ট ম্যানেজার হাতিম কোরেশী।

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?