নাম শুনেই বুঝতে পারছেন কাহিনীটা কি হতে পারে।হ্যাঁ ঠিক ই বুঝেছেন।বার্মার ঘন জঙ্গলের মধ্যে এক রহস্যময় হ্রদ আছে আর তার নামই দি লেক অফ নো রিটার্ন।এটি পৃথিবীর অজানা ও অনাবিষ্কৃত রহস্যময় অঞ্চলগুলোর একটি।
এই রহস্যময় হ্রদটি মূলত বার্মার উত্তরাঞ্চলে এক ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত।পরিপার্শ্বিক ভু-প্রকৃতি ও অন্য কোন অজানা কারনে এই লেকটিকে ঘিরে অনেক দিন ধরেই নানা রহস্যময় ঘটনা ঘটে চলেছে।যার কোন কারন আজও বিজ্ঞানীরা বের করতে পারেননি।শোনা যায় অনেক চেষ্টা করেও এই লেকের নাকি ভেতর থেকে কোন ছবি আজও ভাল করে তোলা যায় নি।আর এটিও কথিত আছে এখানে যে একবার যায় সে নাকি অদৃশ্য হয়ে যায়।এর ভিতরে ঢুকে কেউ এখনো ফিরে আসতে পারে নি।আর তাই এই লেকের নাম হয়েছে দি লেক অফ নো রিটার্ন ।লেকটির দৈর্ঘ্য ১.৫ কিঃমিঃ,প্রস্থ ০.৮ কিঃমিঃ।এই লেক সম্পর্কে ভারতের দি টেলিগ্রাফ পত্রিকায় বেশ কিছু লেখালেখি হয়েছে।এই লেক সম্পর্কে আরও বিস্তারিত জানতে উইকিপিডিয়ার এই লিঙ্কটীতে ভিজিট করতে পারেন।আশাঁ করি কাজে আসবে।
[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]
উইকিপিডিয়ার লিংকটা পড়লাম, তবে সেখানেও খুব বেশী কিছু নেই, আরো জানতে ইচ্ছা হচ্ছে।