প্রথম সেলুলার ফোন

আমরা যে মোবাইল অথবা সেলুলার ফোন কে চিনি তার জন্ম ১৯৭৩ সালে।
আজকের বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানী মটরোলার হাত ধরে যাত্রা শুরু করে সেলুলার ফোন।
নাম দেওয়া হয় DynaTAC 8000X।
মজার ব্যাপার কি জানেন?  এই ফোনটাতে কোনো ডিসপ্লে ছিলোনা!!!
এর ওজন ছিল মাত্র ২ কেজি. বা ৪.৪ পাউন্ড।
১৯৭৩ সালের ৩ এপ্রিল মটরোলার কর্মকর্তা Dr. Martin Cooper, বেল ল্যাবস-এর কর্মকর্তা Dr. Joels Engel-এর সাথে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত মোবাইল ফোনে কথা বলেন।
আর মোবাইল ফোনের ইতিহাসের সাথে জড়িয়ে যায় এই দুই বিজ্ঞানী, মটরোলা আর বেল ল্যাবস-এর নাম।
অবশ্য Radio Telephone System-এর আবিস্কারক হিসেবে মার্টিন কুপার আর তাঁর গুরু Motorola Portable Communication Products-এর চীফ John F. Michel এর নাম US Patent-এ (Patent no. 3,906,166) লিপিবদ্ধ হয় ১৭ অক্টোবর ১৯৭৩ সালে।

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?