গ্যালাক্টিকা বিজ্ঞান কুইজ-১

আজ থেকে শুরু হল গ্যালাক্টিকা বিজ্ঞান কুইজ। কুইজের উত্তর দেয়া যাবে আগামী বৃহস্পতিবার রাত দুইটা পর্যন্ত। দুজনকে পুরস্কৃত করা হবে। সঠিক উত্তরদাতা দুইজনের অধিক হলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। শুক্রবার সকালে ফ্লেক্সিলোডের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়া হবে বিজয়ীদের মোবাইলে।

আজকের প্রশ্ন:
১. পদার্থ কত প্রকার এবং কি কি?
২. প্রাইম বা মৌলিক সংখ্যা কি?
৩. সর্দির জন্য দায়ী কে? ভাইরাস, ব্যাকটেরিয়া না অন্য কিছু?

উত্তর নিচে মন্তব্যের মাধ্যমে দিতে হবে। কেউ মোবাইল থেকেও উত্তর দিলে তাও গ্রহণযোগ্য হবে। মোবাইল থেকে উত্তর দেয়ার জন্য আপনাদের মোবাইল ব্রাউজারে ডেক্সটপ ভিউ অন থাকতে হবে। সবার জন্য রইলো শুভকামনা। দেখা যাক কে কে হবেন আমাদের প্রথম কুইজের ভাগ্যবান বিজয়ী। আর প্রতিযোগিতায় জয়লাভ করাটা থেকে অংশগ্রহণ করাটাই মূল ব্যাপার। আপনারা সবাই বিজ্ঞানে আগ্রহী হবেন এই প্রত্যাশা রইলো। ধন্যবাদ সবাইকে।

নিয়মাবলী এবং আরো তথ্যের জন্য ভিজিট করুন: https://bigganbangla.com/?page_id=2107

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?