বর্তমান যুগকে বলা হয় বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের প্রতি আগ্রহ ও কৌতুহল সকলেরই রয়েছে। কিন্তু বাংলাতে সহজ ভাষায় মানসম্পন্ন বিজ্ঞান শিক্ষার বই বেশ অপ্রতুল। তাই বিজ্ঞানের নানা অজানা ও মজার ইতিহাস, বিষয় ও ঘটনাবলী এবং এর ব্যাখা/কার্যকারন সহজে সবার কাছে পৌছে দেবার লক্ষেই বিজ্ঞান বিষয়ক বাংলা ম্যাগাজিন “গ্যালাক্টিকা”র যাত্রা শুরু। ইতিমধ্যেই “গ্যালাক্টিকা”-র ৫টি অনলাইন সংস্করণ ও একটি হার্ডকপি সংস্করন প্রকাশিত হয়েছে। আসছে অক্টোবরে বিজ্ঞান বিষয়ক বাংলা ম্যাগাজিন “গ্যালাক্টিকা”-র অক্টোবরে সংখ্যা’১৫ প্রকাশিত হতে যাচ্ছে । একই সাথে ম্যাগাজিনের অনলাইন সংস্করণও প্রকাশিত হবে। এই হার্ডকপি এবং অনলাইন সংস্করণে প্রকাশের জন্য আগ্রহীদের কাছ থেকে লেখা আহবান করা হচ্ছে। বিজ্ঞানের এই মঞ্চে আপনিও হতে পারেন আমাদের সঙ্গী । লেখা অবশ্যই বিজ্ঞান বিষয়ক মানসম্মত এবং মৌলিক হতে হবে। প্রাপ্ত লেখা হতে বাছাই করে সেরা লেখাগুলো গ্যালাক্টিকা ম্যাগাজিনের হার্ডকপি সংস্করণে প্রকাশিত হবে এবং লেখকদের বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ পূর্বে প্রকাশিত কোন লেখা পাঠালে সেটা গ্রহণযোগ্য হবে না ।
লেখা পাঠানোর ঠিকানাঃ
ই-মেইলঃ magazine.galactica@gmail.com
আপনাদের সবার অংশগ্রহন একান্ত কাম্য ।