একটি পাখি ডিম ফুটে বেরিয়েছিল,
তাকালো, উপরে-নিচে, চারিদেকে আলো !!
প্রথম দেখা আলো !
দেখতেছিল মা-ভাই-বোন আর আকাশটা ।
দেখাটা শেষ করার আগেই সে ভাবল,
যতদিন বেচে আছি দেখব,সব দেখব।
চারিদিকে কত কি!
আর আপন জন, মা ভাই বোন।
আর ভাবনাটা শেষ করার আগেই,
সে নতুন একটা জিনিষ টের পেল।
ক্ষুধা !!
তারপর মা এনে তাঁকে খাওয়াতো ।
আর পাখি দেখত।
কিন্তু কিছুদিন পেরবার আগেই,
সে তার মায়ের সাথে উড়া আর
খাবার সংগ্রহ শিখল।
বাসা বানান শিখল।
আর, শেখার পর উড়ল।
খাবার খুজল,খাবার খুজতে উড়ল
বাসা বানালো,বাসও করল।
কিন্তু???
দেখাটা তার বেশী হল না।
আসলে, খুবই কম হল।
কিন্তু সময়তো প্রায় শেষ,তাঁকে তো শেষ নিয়তি বরণ করতেই হবে।
কিন্তু তার দেখার ইচ্ছাটা?
তার বাচ্চারা বহন করে চলল,
বংশ থেকে বংশান্তরে।
হয়তো কিছুটা বাড়লো !
[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]