পিসিতে বসেছিলাম আধুনিক প্রযুক্তি বিষয়ক কয়েকটি পোষ্ট করবো বলে। কিন্তু নেটের যা স্পিড মেজাজটাই বিগড়ে গেল। তাই এই লিখাটা লিখতেছি।
কোন পেইজ লোড হতে ঘুম চলে আসে এই অবস্থা।
কিন্তু কেন আমাদের নেটের এই অবস্থা? কেন আমরা বঞ্চিত? ডিজিটাল সরকার কোথায়? এই ইন্টারনেট স্পিড দিয়ে কি ভাবে দেশকে ডিজিটাল বানাবে। অবশ্য সরকার নাকি আজকাল টেলিকনফারেন্সও করে। কেমনে করে? এই ৫-২০কেবি নেট স্পিড নিয়ে? নাকি ওখানেও আলাদা ব্যবস্থা!!
একটি জাতির উন্নতির জন্য, জাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্য কাণ্ডারি হল সরকার এবং তার মন্ত্রীপরিষদগণ। তাদের দেখানো এবং নির্ধারিত পথে এগিয়ে যায় দেশ। অবশ্য আমাদের দেশে পিছিয়ে যায় বলাই যুক্তিযুত। আচ্ছা আমাদের দেশে সব মন্ত্রী কি নেট ব্যাবহার করে? তারা কি নেট ব্যাবহার করেত পারে? আমার তো মনে হয় পারেনা। পারলে অন্তত তারা নেট স্পিড নিয়ে কিছুটা ভাবতো।
আমাদের দেশে এখন ভালো নেট ব্যবস্থা খুবই জরুরী। সরকার বেকারত্ব ঘোচানোর অনেক চেষ্টা করছে। অনেক বড় মাপের লোকজন ফ্রিল্যান্সিং এ মানুষকে উৎসাহিত করছেন যাতে কর্মসংস্থান হয়। কিন্তু তারা নেট নিয়ে চুপ কেন? তারা কি বুঝতেছেনা এই নেট স্পিড দিয়ে আমরা কেমনে কি করব? যদি না বুঝেন আমার কাছে আসেন। ১০মিনিট নেট ব্রাউজ করেন। শিক্ষা হয়ে যাবে নির্ঘাত।
ওয়াইম্যাক্স প্রযুক্তির কল্যাণে কিছু কিছু জায়গায় এখন মানুষ উন্নত নেট পাচ্ছে। কিন্তু তার পরিমাণ খুবই কম। শতকরা ১% ভাগেরও কম। আর আমরা বাকিরা আছি ৫-২০কেবির বেড়াজালে আটকে আছি। আমাদের নেট স্পিড পাতলা পুরাতন অটোগুলের মত। মাঝপথে গিয়ে বন্ধ, কানেকশান লস্ট।
ডিজিটাল সরকার কই? কই আপনার বিজ্ঞান, প্রযুক্তিও যোগাযোগ মন্ত্রী? তারা কি নেট ব্যাবহার করেন? করলে তাদের ইমেইল আইডি দেন। একটু কথা বলি আপনাদের সাথে। আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের জন্য নেই অনেক গুরুত্বপূর্ণ। আরেক গুরুত্বপূর্ণ জিনিস হল Paypal। আমার মনে হয় না এই বিষয়ে ওনাদের কোন জ্ঞান আছে। দ্রুত আমাদের দেশে Paypal এর ব্যবস্থা করেন।
আমি GP এর ৩জিবি নেট নিলাম গতপরশু। দাম ৮০৫ টাকা। নেট স্পিড ২০এর বেশি পাওয়া দুর্লভ। এভারেজ ১০ এর ত। আমার প্রশ্ন এই নেট স্পিড এবং দাম কতটুকু যুক্তিপূর্ণ? একজন ছাত্র হিসেবে আমার পক্ষে কতটুকু সম্ভব। আরে সরকার ছাত্রদের এগিয়ে আসতে বলে। ছাত্ররা নাকি দেশকে এগিয়ে নিয়ে যাবে। কেমনে? ঠেলাগাড়ি করে?? আরে আমরা যারা ঢাকার বাইরে নানান বিশ্ববিদ্যালয়ে পড়ি একবার খোঁজ নিয়ে দেখেন আমাদের হাল। জ্ঞান কি আসমান থেকে পড়বে নাকি? একেতো ভালো শিক্ষক নাই, তার উপর ইন্টারনেটও নাই। আমাদের ল্যাবে পিসি বেশিরভাগ নষ্ট, আর ইন্টারনেট নাই। এটা হল কম্পিউটার ল্যাবের হাল। ডিজিটাল সরকার কি এই খবর রাখে? না রাখলে একটা টুইটার, ফেইসবুক অথবা মেইল আইডি জানান। আমরা নিজ দায়িত্বে খবর দিবো। অবশ্য খবর নিলে আপনাদের লস। কেননা ল্যাবের জন্য টাকা হয়তো চুরি আগেই করে রাখা হইছে।
আমার আবেদন ছাত্রদের প্রতি। ছাত্রভাইরা আপনারা একটু সচেতন হোন। আমরা ভার্সিটিতে কত কিছু নিয়ে ক্যাচাল করি। রাস্তায় গাড়িও ভাঙি। এইবার একটু ভালো নেটের জন্য চিল্লাচিল্লি করি চলেন। গলা তো আর ফাটাবোনা, নেটে খালি টাইপ করবো। অবশ্য সরকার নেটের এসব লিখালিখির খোজ পায় কিনা আমরা সন্দেহ আছে। ছাত্রভাইরা এগিয়ে আসলেই হবে। আমাদের সবাইকে ব্রডব্যান্ড দেঁতো আর সম্ভব না। মোবাইলে নেট স্পিড বাড়িয়ে আমাদের সমস্যা সহজে দূর করা যায়। মোবাইল কোম্পানিগুলো সহজেই আমাদের ৪০কেবি ইন্টারনেট দিতে পারে। এটা দিলেইতো অনেক হয়। সবাই একটু সোচ্চার হোন ভাই। কষ্ট লাগে নেটে কিছু করতে গেলে। এই স্পিডের জন্য নেটে অনেক কাজ ফেলে রাখি। করতে ভালো লাগেনা। 🙁
আর মাননীয় সরকার নেটের ব্যাপারটা একটু দেখেন। নেটের ব্যাপার-স্যাপার না বুঝলে ডিজিটাল বাংলাদেশ আর হইবো না। হয় নেট স্পিড দেন, নেট সাশ্রয়ী করেন, নয়তো ডিজিটাল শব্দটা ভুলে যান। মাথায় মগজের দরকার নাই, গোবর থাকলেও আগে এই নেট ব্যবস্থার কথা ভাবা উচিত। কেননা ভালো ইন্টারনেট ব্যবস্থা ছাড়া আমাদের ডিজিটাল বাংলাদেশ কখনোই আসবেনা।
সবাইকে অনুরোধ লিখাটি শেযার করার জন্যআসুন সবাই মিলে সোচ্চার হই।
শেয়ার করুন।
[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]
একদম ঠিক বলেছেন ইয়াসিন ভাই। অন্যান্য দেশে ইন্টারনেটের সুযোগ-সুবিধা বেশি থাকার কারণেই আজ তাঁরা প্রযুক্তি ও গবেষণায় কোথায় চলে গিয়েছে! আর আমরা পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা, তারা নিজেদের মেধাটাকেও কাজে লাগাতে পারছিনা শুধুমাত্র অবকাঠামোগত দুর্বলতার কারণে! আমাদের দেশের ক্ষমতাধরেরা এই ব্যাপারগুলো যে কখন বুঝতে পারবে !!